এসএসসি পরীক্ষার প্রস্তুতি : বাংলা দ্বিতীয় পত্র
তৃতীয় অধ্যায় : তৃতীয় পরিচ্ছেদ : সংখ্যাবাচক শব্দ- আমজাদ হোসেন (পলাশ)সহকারী শিক্ষক (বাংলা), মাস্টার ট্রেইনার, ফরিদপুর উচ্চবিদ্যালয়, ফরিদপুর
- ১১ এপ্রিল ২০২৩, ০০:০৫
সুপ্রিয় ২০২৩ সালের এসএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। সংশোধিত পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী আজ তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের ‘তৃতীয় অধ্যায় : তৃতীয় পরিচ্ছেদ: সংখ্যাবাচক শব্দ’ থেকে আরো ৬টি নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
১৫। ‘৩’-এর তারিখবাচক শব্দ কোনটি?
ক) তিন খ) তৃতীয়
গ) তেসরা ঘ) তিনই
১৬। ‘৬’-এর তারিখবাচক কোনটি?
ক) ছয় খ) ছয়ই
গ) ছোঁয়াই ঘ) ছউই
১৭। ‘দ্বিতীয় লোকটিকে ডাক’-এ বাক্যে ‘দ্বিতীয়’ কোন ধরনের সংখ্যা?
ক) ক্রমবাচক
খ) তারিখবাচক
গ) গণনাবাচক
ঘ) অঙ্কবাচক
১৮। এক এককের তিন ভাগের এক ভাগকে বলা হয়-
ক) চৌথা খ) সিকি
গ) পোয়া ঘ) তেহাই
১৯। ক্রমবাচক শব্দের অপর নাম কী?
ক) গণনাবাচক
খ) পূরণবাচক
গ) পরিমাণবাচক
ঘ) অঙ্কবাচক
২০। এক এককের তিন-চতুর্থাংশকে পরবর্তী সংখ্যার কী বলে?
ক) আধা খ) পৌনে
গ) সওয়া ঘ) পোয়া
উত্তর : ১৫.গ, ১৬.ঘ, ১৭.ক, ১৮.ঘ, ১৯.খ, ২০.খ।